রাজনৈতিক উত্তেজনার মাঝে গাজীপুরের কালিয়াকৈরে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ‘শুদ্ধি অভিযান’। কালিয়াকৈর উপজেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের কর্মীদের প্রবেশের পর, এক মণ দুধ দিয়ে পুরো অফিস প্রাঙ্গণ ধুয়ে ফেলা হয়।
ঘটনাটি রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে এই প্রতীকী কর্মসূচি পরিচালিত হয়।
ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিজয় মিছিল শেষে বিএনপির একাংশ কিছু আওয়ামী লীগ কর্মীকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। তাদের ভাষ্যমতে, এটি কেবল দলীয় শৃঙ্খলা ভঙ্গ নয়, বরং গণঅভ্যুত্থানের মূল আদর্শের অবমাননাও।
এই ঘটনার প্রতিবাদে ও দলীয় চেতনা রক্ষায় ‘অপবিত্র’ অফিস শুদ্ধ করতে দুধ দিয়ে ধোয়ার সিদ্ধান্ত নেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, “ঐতিহাসিক অভ্যুত্থান দিবসে এমন কাজ আমাদের গৌরবময় স্মৃতিকে কলঙ্কিত করেছে। যারা আওয়ামী লীগপন্থী হয়ে আমাদের অফিসে প্রবেশ করেছে, তারা ক্ষমার অযোগ্য। প্রতীকী বার্তা দেওয়ার জন্যই আমরা এক মণ দুধ দিয়ে পুরো কার্যালয় পরিষ্কার করেছি—এটি যেন ফ্যাসিবাদের ঘাঁটি না হয় কখনো।”
ভিডিও ফুটেজে দেখা যায়, কর্মীরা বক্তৃতা দিচ্ছেন এবং বালতিতে করে দুধ ঢেলে অফিস চত্বর ও বারান্দা ধুয়ে দিচ্ছেন।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ‘কালবেলা’কে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিএনপি একটি আদর্শভিত্তিক দল। গণঅভ্যুত্থানের মতো গৌরবময় দিনে যেন কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। দলীয় কার্যালয় আমাদের সংগ্রামের কেন্দ্র, তাই তাকে পবিত্র ও সুরক্ষিত রাখা অপরিহার্য। তরুণদের এই দায়িত্ববোধ প্রশংসনীয়, তবে তা যেন সবসময় শৃঙ্খলার মধ্যেই থাকে। বিএনপির জায়গায় কখনোই ফ্যাসিবাদীদের স্থান হতে পারে না।”
Ask ChatGPT