জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কয়েকজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার সফর নিয়ে জনমনে সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, এনসিপির কিছু নেতা কক্সবাজারে গেছেন—এতে কোনো সমস্যা নেই। তারা যে কারো সঙ্গে দেখা করতেই পারেন, এমনকি কোনো কূটনৈতিক বৈঠক বা অনুষ্ঠানে অংশ নিতেও পারেন। কিন্তু প্রশ্ন উঠছে গোপনীয়তা নিয়ে। কেন লুকোচুরি?
তিনি আরও বলেন, যারা গণঅভ্যুত্থান আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জনগণ তাদের কাছ থেকে স্বচ্ছতা আশা করে। আজ তাদের নিয়ে নানা জল্পনা-কল্পনার সুযোগ তৈরি হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। তারা চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন, যে কারো সঙ্গে সাক্ষাৎ করতেও পারেন, তবে সেটা স্পষ্টভাবে জানালে মানুষের মনে প্রশ্নের জায়গা থাকত না।
রিজভী হুঁশিয়ার করে বলেন, যখন গোপনতা থাকে, তখন মানুষ ষড়যন্ত্র খোঁজে। এতে করে নানা কাহিনীর জন্ম হয়। সুতরাং স্বচ্ছতা বজায় রাখা সবার জন্যই গুরুত্বপূর্ণ।