ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (৭ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মাত্র একদিনেই ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার রাতে গাজার শেখ রাদওয়ান এলাকায় চালানো তীব্র বিমান হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন সাধারণ মানুষ। হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। পুরো রাত জুড়ে চালানো এই বর্বরোচিত হামলায় ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন।
এছাড়াও, ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় নিহত হন ১৮ জন ক্ষুধার্ত ত্রাণপ্রার্থী, যারা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন খাদ্য সংগ্রহের আশায়। মে মাসের শেষ দিকে জিএইচএফ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৬০ জনে।
গেল বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক লাখ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুলসহ নানা অবকাঠামো।
মানবাধিকার সংগঠনগুলো বারবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও হামলা থামেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এবং কার্যকর ভূমিকার অভাবে গাজা আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।