Thursday, August 7, 2025
spot_imgspot_img
Homeজাতীয়ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি: আবুল ফজল মো. সানাউল্লাহ

ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি: আবুল ফজল মো. সানাউল্লাহ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “তফসিল ঘোষণার পর ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তারাই আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।”

প্রবাসী ভোটারদের প্রসঙ্গে ইসি সানাউল্লাহ জানান, “পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন। তবে এর জন্য অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক। সেপ্টেম্বর থেকে প্রবাসী ভোটারদের এ সংক্রান্ত বিষয়ে জানানো শুরু হবে।”

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনসহ রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির চূড়ান্ত খসড়া পর্যালোচনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে ইসি আচরণবিধি ও আরপিও সংশোধনের খসড়া অনুমোদন দেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির কাছ থেকে লিখিত মতামত সংগ্রহ করা হয়।

এর আগে গত ১০ জুলাই অষ্টম কমিশন সভায় আরপিও সংশোধনীর বিষয়টি আলোচনায় আনার কথা থাকলেও সময়ের সংকটে তা সম্ভব হয়নি। এবারের সভায় তা চূড়ান্তভাবে আলোচিত হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments