Thursday, August 7, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকদুই মাসের ব্যবধানে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

দুই মাসের ব্যবধানে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

দুই মাসের ব্যবধানে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চলতি সপ্তাহেই তার এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে জানায়, এটি মূলত ফিরতি সফর। গত জুলাইয়ের শেষ দিকে সেন্টকম (মার্কিন সেন্ট্রাল কমান্ড) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেন। তারই ধারাবাহিকতায় এবার আসিম মুনির যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে জেনারেল কুরিলা পাকিস্তান ভ্রমণ করেন এবং ওই সময় তাকে দেশটির সর্বোচ্চ সামরিক সম্মাননা “নিশান-ই-ইমতিয়াজ (সামরিক)” প্রদান করা হয়।

এর আগে গত জুনে ওয়াশিংটন সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ গ্রহণ করেন আসিম মুনির। সাধারণত এ ধরনের সম্মাননা কেবল রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের দেওয়া হয়ে থাকে।

তবে এবারের সফর নিয়ে পাকিস্তান সেনাবাহিনী (আইএসপিআর) বা যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আগের সফরেই আসিম মুনির ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বছরের শেষভাগে আবার যুক্তরাষ্ট্রে যাবেন।

এ সফরের প্রেক্ষাপটে কংগ্রেসে জেনারেল কুরিলার বক্তব্য উল্লেখযোগ্য, যেখানে তিনি পাকিস্তানকে “সন্ত্রাসবিরোধী অভিযানে চমৎকার অংশীদার” হিসেবে উল্লেখ করেন।

এদিকে সেনাপ্রধান আসিম মুনিরকে রাষ্ট্রপতি বানানোর গুজবও ছড়িয়ে পড়ে। তবে পাকিস্তান সরকার ও আইএসপিআর এই গুজবকে “পুরোপুরি ভিত্তিহীন” বলে নাকচ করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments