রমজানের আগে নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার জনগণের দাবি ও প্রত্যাশা পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার পর থেকেই নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই লক্ষ্যে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।
এ সময় কক্সবাজারে