Thursday, August 7, 2025
spot_imgspot_img
Homeজাতীয়সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু

সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকারের প্রথম অধ্যায় সম্পন্ন হয়েছে এবং ৫ আগস্টের পর থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই নতুন অধ্যায়ের মূল লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ নির্বাচন, দ্বিতীয় কাজ প্রশাসনিক ও রাষ্ট্রীয় সংস্কার এবং তৃতীয় কাজ বিচার প্রক্রিয়া কার্যকর করা। প্রধান উপদেষ্টা এই তিনটি ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। বর্তমানে বাহিনীর সদস্য সংখ্যা ৮ লাখ; এতে আরও ৫০ হাজার যুক্ত করা হবে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৬০ হাজার থেকে বৃদ্ধি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

শফিকুল আলম জানান, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় উন্নত হয়েছে। সেনাবাহিনী মাঠে অবস্থান করছে এবং অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নিজেদের জায়গা থেকে দায়িত্বশীলভাবে কাজ করুন, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়।”

এই পদক্ষেপের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চায় বলে জানান প্রেস সচিব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments