Saturday, August 9, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকইরানে ইসরায়েলের ২০ গুপ্তচর গ্রেপ্তার, কঠোর শাস্তির ঘোষণা

ইরানে ইসরায়েলের ২০ গুপ্তচর গ্রেপ্তার, কঠোর শাস্তির ঘোষণা


ইরান দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংযুক্ত গুপ্তচরগিরির অভিযোগে ২০ জনকে আটক করেছে। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবেন না এবং তাদের বিরুদ্ধে এমন কঠোর শাস্তি কার্যকর করা হবে যা সবার জন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে।

গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলানো হয়। তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর গোপন তথ্য ইসরায়েলের কাছে পৌঁছে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদী এজেন্টদের প্রতি কোন ক্ষমাশীল হবে না এবং কঠোর বিচারের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। তদন্ত শেষে এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

গত জুনে ইসরায়েল ইরানে তৎপর হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এরপর দুই সপ্তাহব্যাপী যুদ্ধের পর ইরান ইসরায়েলি গুপ্তচরদের ব্যাপক গ্রেপ্তার অভিযান চালায় এবং দ্রুত বিচার শেষে ফাঁসিতে ঝোলাতে শুরু করে। কয়েক মাসের মধ্যে অন্তত আটজন গুপ্তচরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments