Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষএকদিনে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

একদিনে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রাজশাহী সার্কিট হাউজে এক দিনে ১২টি প্রকল্পের ফলক উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার সকালে একযোগে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পগুলোর মধ্যে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণকাজটি সিটি করপোরেশন বাস্তবায়ন করেছে, অন্যগুলো পরিচালিত হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) দ্বারা।

উপদেষ্টা রাজশাহীতে একদিনের সরকারি সফরে এসে প্রথমে সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ।

প্রকল্প উদ্বোধনের পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাটোরের উদ্দেশে রাজশাহী থেকে রওনা হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments