গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মাওনা উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে আটক করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, রাতে ‘গল্প ছড়ার চা ঘর’ নামে একটি অস্থায়ী দোকানের পাশে কয়েকজন যুবক চট বিছিয়ে ঘুমাচ্ছিলেন। ঘুমানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে রাকিব ও রবিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাকিব ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত জুয়েলকে উদ্ধার করে প্রথমে মাওনার একটি বেসরকারি হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করে। আটক দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।