Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মী অন্তর্ভুক্তির অভিযোগ ছাত্রশিবির সেক্রেটারির

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মী অন্তর্ভুক্তির অভিযোগ ছাত্রশিবির সেক্রেটারির


ছাত্রদলের সাম্প্রতিক কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর অভিযোগ উঠেছে যে, সেখানে অন্তত ৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী স্থান পেয়েছেন। এর আগে প্রায় ২০টি কমিটিতেও একই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। তার মতে, কোনো কমিটি গঠনের আগে অবশ্যই যাচাই-বাছাই করে সদস্য নির্বাচন করা উচিত। কিন্তু এবার কমিটি ঘোষণার পরও তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার একজন সদস্যের বিরুদ্ধেও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমীর মুছলেহ উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ড. রেজওয়ানুল হক এবং জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম প্রায় ৪০০ কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অভিভাবক, শিক্ষক এবং নরসিংদী জেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments