ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বাধীনতাবিরোধী নেতা নিজামী, মুজাহিদ ও গোলাম আযমের ছবি ঝুলিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অবমাননা করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নাছির লিখেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তি গড়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে, আর প্রথমবারের মতো এখানেই বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করা হয়। অথচ আজ ছাত্রশিবির টিএসসিতে স্বাধীনতাবিরোধী এবং মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানিদাতা ব্যক্তিদের ছবি প্রদর্শন করে মহান স্বাধীনতাকে অপমান করেছে।
তিনি আরও বলেন, ইসলামি ছাত্রশিবির হলো একাত্তরের আল-বদর বাহিনী ও ছাত্রসংঘের উত্তরসূরী। অতীতে তারা একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী করেছিল, এমনকি তাদের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্যও ছাপিয়েছে।
নাছির অভিযোগ করেন, তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছাসহ বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের নিষ্ক্রিয়তা এবং মব ও গুপ্ত সংগঠনের পৃষ্ঠপোষকতা স্পষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো কর্মসূচি আয়োজনের জন্য প্রক্টরের অনুমতি নিতে হয় এবং কর্মসূচির বিষয়বস্তু পর্যালোচনা করেই অনুমতি দেওয়া হয়। তাই আজকের ঘটনার জন্য প্রক্টরের সম্মতি ও পৃষ্ঠপোষকতা দায়ী বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভিসি ও প্রক্টর শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। তাদের অনুমোদন ও সুরক্ষার কারণেই শিবির এমন নিন্দনীয় কাজ করেছে, যা শিক্ষার্থীদের অপমান এবং দেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এই ঘটনার পূর্ণ দায় প্রশাসন এড়াতে পারে না।