Saturday, August 9, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরনেশার টাকা জোগাতে ৩ মাসের সন্তান বিক্রি, বাবা গ্রেফতার

নেশার টাকা জোগাতে ৩ মাসের সন্তান বিক্রি, বাবা গ্রেফতার


চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগানোর জন্য জান্নাতুল মাওয়া মিমহা (৩ মাস) নামে একমাত্র কন্যা সন্তানকে বিক্রি করার অভিযোগে শিশুটির বাবা মিরাজ উদ্দীন (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। পরে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক মিরাজ উদ্দীন আকবর পাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক।

তথ্য অনুযায়ী, দুই বছর আগে বান্দরবানের নেশ্যংছড়ির বদ্দানঝিরি এলাকার আসমাউল হোসনার সঙ্গে মিরাজ উদ্দীনের বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। নেশার টাকা যোগানোর জন্য একমাত্র সন্তানটিকেই বিক্রি করেছিলেন বাবা। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

শিশুটির মা আসমাউল হোসনা জানিয়েছেন, তার স্বামী নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রতিবাদ করলে তাকে মারধর করতেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশুটি বিক্রির খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির বাবার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments