চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো ছয় জেলের খোঁজ মেলেনি। শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে পতেঙ্গার ১৮ নম্বর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে আসে, যা স্থানীয়রা দেখতে পান।
নিখোঁজ জেলেদের স্বজন মো. মিরাজুল ইসলাম জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ভেসে আসা মরদেহ দুটি আজাদ ও ইদ্রিসের বলে তাদের সহকর্মীরা শনাক্ত করেছেন।
চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ জানান, বিকেল সাড়ে তিনটার দিকে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে উদ্ধার অভিযানে যাওয়া হয়। পরে আরেকটি মরদেহ ভেসে আসে। এসআই সুমন দেবনাথের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে একজনের পরিচয় নিশ্চিত করেছে। বাকি তথ্য পরে জানানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট থেকে ১৯ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় আনিকা নামের একটি ট্রলার। দুপুরের দিকে পতেঙ্গা উপকূল পেরোনোর পর পেছন থেকে আসা একটি জাহাজ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় একটি নৌযানের সহায়তায় ১১ জনকে উদ্ধার করা হলেও বাকি আট জন নিখোঁজ ছিলেন।