সরকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, মসজিদের মূল কাঠামো অপরিবর্তিত রেখে এর ভেতরের অংশে সংস্কার ও সজ্জা করা হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ কমিটিতে স্বৈরাচার বন্ধের লক্ষ্যে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই চূড়ান্ত করে সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলোচনা শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে।
দিনের অন্য এক অনুষ্ঠানে, রাজধানীর বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের কার্যালয়ে অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের ভরণপোষণের চেক বিতরণকালে ড. খালিদ বলেন, ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মেই দান-সাহায্য ও সহানুভূতির গুরুত্ব উল্লেখ আছে। প্রতিটি ধর্ম মানবসেবাকে পবিত্র কর্তব্য হিসেবে বিবেচনা করে।
তিনি বলেন, মানবসেবার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য, সহানুভূতি ও আত্মত্যাগের গুণাবলী বৃদ্ধি পায় এবং এটি মানুষকে প্রকৃত অর্থে মানবতা অর্জনে সহায়তা করে।
ড. খালিদ আরও বলেন, মানবসেবার মাধ্যমে সমাজে সহানুভূতি জাগ্রত হয়, সামাজিক বন্ধন মজবুত হয় এবং একতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়, যা সমাজে স্থিতিশীলতা ও ভারসাম্য রক্ষা করে।
তিনি মানবসেবার মাধ্যমে যে মানসিক প্রশান্তি পাওয়া যায় তা অর্থ বা খ্যাতির মাধ্যমে অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন।
পরবর্তীতে তিনি সারাদেশের ৮১টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তিন কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার চেক হস্তান্তর করেন। উল্লেখ্য, এই আর্থিক সহায়তা যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইমদাদুল মুসলিমিনের অর্থায়নে প্রদান করা হয়।
অনুষ্ঠানটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে সম্পন্ন হয় এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প-১) মো. আনোয়ার হোসেন।