দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ইঁদুর মারার বিষ খেয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসা রানী রায় (৩৫)। মানিক গোবিন্দ রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে দুজনেই ইঁদুর মারার বিষ সেবন করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে তারা বিষপান করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।