ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের পথে পালানোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগনে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয়রা তাদের ধরে পুলিশকে সোপর্দ করে।
রিয়াজ উদ্দীনকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে সীমান্ত এলাকার পরিচিত দালাল ফয়েজ উদ্দীন, মিনহাজ উদ্দীন ও রিয়াজ উদ্দীনকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অর্থ নিয়ে দিপু মনির ভাগনে ও রিয়াজ উদ্দীন ভারতে যাওয়ার চেষ্টা করেন। পথে অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে।
শনিবার দুপুরে এই খবর পেয়ে সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। মহেশপুর ৫৮ বিজিবি ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ দিপু মনির ভাগনে, রিয়াজ উদ্দীন ও তিন দালালকে আটক করে থানা পুলিশের হেফাজতে দেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকার সম্ভাবনা রয়েছে।”
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, “খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে।”