Saturday, August 9, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাভারত-বাংলাদেশ ম্যাচে গালিগালাজের অভিযোগে মুখ খুললেন ভারতের হারশিত রানা

ভারত-বাংলাদেশ ম্যাচে গালিগালাজের অভিযোগে মুখ খুললেন ভারতের হারশিত রানা

বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশের সৌম্য সরকার ও ভারতের হারশিত রানা একে অপরের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ভারতের পেসার হারশিত রানা দাবি করেছেন, ২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপ সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা ভারত ‘এ’ দলের খেলোয়াড়দের ব্যাপকভাবে গালি দিয়েছে। জাতীয় দলের খেলোয়াড় সৌম্য সরকারেরও গালিগালাজের মধ্যে থাকার কথা জানিয়েছেন তিনি। এ কারণেই ভারতীয় খেলোয়াড়রা ক্ষুব্ধ ছিলেন।

সেই ম্যাচে ভারত ‘এ’ দল প্রথমে ব্যাট করে ২১১ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ‘এ’ দল শুরুতে বিনা উইকেটে ৭০ রান তুললেও ৫১ রানের ব্যবধানে হেরেছে।

সম্প্রতি জনপ্রিয় ইউটিউব পডকাস্ট টিআরএস ক্লিপসে হারশিত রানা বলেন, “ভারত-বাংলাদেশ ম্যাচে সবসময়ই তীব্র লড়াই হয়। আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন বাংলাদেশি খেলোয়াড়দের থেকে প্রচুর গালি শুনতে হয়েছে।” তিনি আরও যোগ করেন, “আউট হয়ে মাঠ ছাড়ার সময় আমরা গালিগালাজ নিয়ে আলোচনা করছিলাম, তখন কোচ সিতাংশু কোটাক আমাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, শান্তিপূর্ণ ক্রিকেট খেলা উচিত এবং লড়াই চাই না। তবে সৌম্য সরকারের সঙ্গে ঝামেলা হয়েছে। ভিডিও দেখলেই বোঝা যাবে, আমি আমার উল্লাসে ব্যস্ত ছিলাম, সে আমাকে কিছু বলায় কথা কাটাকাটি শুরু হয়।”

হারশিত আরও বলেন, “ওদের এক বাঁহাতি স্পিনারও আমাদের গালি দিয়েছে,” যা দেখে বোঝা যায় বাংলাদেশি বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের কথা বলা হচ্ছে। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি; কেবল রেফারির সঙ্গে কথোপকথন হয়েছে।

হারশিত রানা জাতীয় দলে নতুন হলেও ইতোমধ্যে ২টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার এই বিবৃতি ক্রিকেট সমর্থকদের মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments