মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে রাফি (২৫) নামের এক ছাত্রদল নেতাকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে।
নিহত রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি আব্দুল জব্বারের ভাতিজা এবং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দেয়। শনিবার ভোরে পরিবারের লোকজন ঘরে অস্বাভাবিক শব্দ টের পেয়ে ছুটে গেলে রাফিকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গলার পেছনের দিকে গভীর ক্ষত ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, রাফির গলা প্রায় দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, তবে শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন ছিল না।
এই নৃশংস হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানান।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, ঘটনাটি অত্যন্ত নৃশংস। পুলিশ তদন্ত শুরু করেছে এবং খুব শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।