শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক স্বামীর বিরুদ্ধে তার অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর মধ্যপাড়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ৮০ বছর বয়সী খলিলুর রহমান তার ৭০ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী খোশেদা বেগমকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে আসেন। এরপর কোদাল দিয়ে গর্ত খুঁড়ে স্ত্রীকে সেখানে শুইয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। অসুস্থ খোশেদা বেগম প্রাণপণ চিৎকার করলে স্বামী তাকে থাপ্পড় মেরে চুপ করানোর চেষ্টা করেন। এসময় আশপাশে কয়েকজন উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।
ঘটনার ভিডিওটি ওই দম্পতির নাতি মো. খোকন মোবাইলে ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়।
প্রতিবেশীরা জানান, সাধারণত শান্ত স্বভাবের খলিলুর রহমান স্ত্রীর দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসার ব্যয়ভার বহনের চাপে মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, এই মানসিক বিপর্যয় থেকেই তিনি এমন অমানবিক কাজে লিপ্ত হন।
শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, ভিডিওটি দেখার পর পুলিশ ঘটনাস্থলে যায়, তবে অভিযুক্ত খলিলুর রহমান পলাতক ছিলেন। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।