চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিএমপি। শুক্রবার (৮ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে সিএমপির পক্ষ থেকে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, কমিশনারের নামে খোলা ফেইক অ্যাকাউন্টে কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়। সতর্কবার্তায় উক্ত ভুয়া অ্যাকাউন্টের একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় অফিসিয়াল একটি ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই অ্যাকাউন্টে ১,২০০-র বেশি ফেসবুক বন্ধু রয়েছে।
সিএমপির তথ্যানুযায়ী, শুক্রবার দুপুর ২টার দিকে কমিশনারের নাম ব্যবহার করে তৈরি ওই অ্যাকাউন্ট থেকে বিতর্কিত বক্তব্য সম্বলিত একটি পোস্ট শেয়ার করা হয়। বিষয়টি কমিশনার হাসিব আজিজের নজরে এলে নিশ্চিত হওয়া যায় এটি সম্পূর্ণ ভুয়া অ্যাকাউন্ট। সিএমপি কর্তৃপক্ষ জনগণকে বিভ্রান্তি ও মিথ্যা প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে সিএমপি জানিয়েছে, এমন ভুয়া অ্যাকাউন্ট কেবল ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নয়, বরং জনমনে বিভ্রান্তি ছড়াতেও ব্যবহার করা হয়। তাই কোনো ধরনের সন্দেহজনক অ্যাকাউন্টের তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে জানাতে অনুরোধ করা হয়েছে।