বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা নানা ধরনের ষড়যন্ত্র করছে, যার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুরে ইসলামি দার্শনিক অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
টুকু আরও বলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও সংগ্রাম করেছেন, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একযোগে কাজ করে এই ষড়যন্ত্র প্রতিহত করবে, যাতে দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে না পারে এবং গণতন্ত্র বাধাগ্রস্ত না হয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, যা বিএনপি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।
টুকু আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়া অনুসরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মো: মনিরুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের শিক্ষা নীতি ও গবেষণা উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।