Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeধর্ম - ইসলামমক্কার মসজিদুল হারামে শুরু হলো ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা,...

মক্কার মসজিদুল হারামে শুরু হলো ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, অংশ নিলেন বাংলাদেশের হাফেজ বশির

মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিশ্বজয়ী হাফেজ বশির। বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি ও তার উস্তাদ শায়খ নেছার আহমাদ আন নাছিরী ঢাকা থেকে মক্কা পৌঁছান।

হাফেজ বশির ঢাকাস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার একজন শিক্ষার্থী। গত বছর তিনি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

সৌদি আরবের ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় এ বছর ৯ আগস্ট থেকে মক্কার মসজিদুল হারামে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৫তম আসর আয়োজন করেছে। এতে বিশ্বের ১২৮টি দেশের হাফেজরা অংশগ্রহণ করছেন, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।

ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শাইখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল আশ-শায়খ বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পবিত্র কোরআনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ ও প্রশংসা জানান। তিনি বলেন, বিশ্বের অন্যতম প্রধান এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজন করতে পেরে মন্ত্রণালয় গর্বিত। প্রতিযোগিতার মাধ্যমে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের হাফেজরা মক্কায় একত্রিত হয় এবং সৌদি আরব কোরআনের সেবায় অসামান্য ভূমিকা রাখছে।

উল্লেখ্য, গত বছর ৪৪তম আসরে বাংলাদেশের দুই হাফেজ—হাফেজ আনাছ বিন আতিক্ব ও হাফেজ মুয়াজ মাহমুদ—উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন। মারকাজুত তাহফিজের ছাত্র হাফেজ আনাছ বিন আতিক্ব প্রতিযোগিতার ৩য় গ্রুপে প্রথম স্থান লাভ করেন, আর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি ঢাকা থেকে অংশ নেওয়া হাফেজ মুয়াজ মাহমুদ ৪র্থ গ্রুপে সেরা হয়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments