ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশিত হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “ব্যবস্থাপনা নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটিগুলো রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবে এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে ইমাম ও খতিবরা কার্যকর ভূমিকা পালন করবেন। এ নীতিমালা দেশের মসজিদগুলোর সুশৃঙ্খল পরিচালনা নিশ্চিত করবে।”
তিনি আরও যোগ করেন, “নতুন বাংলাদেশের যুগে ইমাম-খতিবদের সঙ্গে অবহেলা বা তুচ্ছ-তাচ্ছিল্যের সুযোগ আর থাকবে না।”
উপদেষ্টা জানান, সরকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারের জন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে সংস্কার কাজের সময় মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে সৌন্দর্যবর্ধন এবং মেরামতের কাজ সম্পন্ন করা হবে।
পরবর্তীতে ফাউন্ডেশনের নেতারা উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি উপস্থাপন করেন।