বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করার দাবি সহ মোট ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৬টা থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট বাতিল করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উত্থাপিত দাবি নিয়ে আলোচনা হয় এবং সমস্যার সমাধানের জন্য প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেয়া হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিবহন ধর্মঘট প্রত্যাহারের খবরটি জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম ও বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা।
এর আগে, ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি না মেনে চললে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
দাবিগুলোর মধ্যে ছিল—সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারাসহ সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে ৩০ বছর করার দাবি, ২০ ও ২৫ বছরের পুরনো যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান স্থগিত রাখা, বাজেটে আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো রাখা, রিকন্ডিশন বাণিজ্যিক যানবাহনের আমদানির মেয়াদ ৫ বছর থেকে ১২ বছর করা, দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান প্রণয়ন, মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন, মহাসড়কে তিন চাকার যানবাহন ও বিআরটিএ অনুমোদনবিহীন হালকা যানবাহনের জন্য পৃথক লেন ব্যবস্থা, ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম ১১ আগস্টের মধ্যে দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান এবং অন্যথায় ১২ আগস্ট থেকে ধর্মঘট ঘোষণা করেন।