ছোট পর্দায় দাপুটে অভিনয়ের পর দুই বছর আগে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমায়ই দুর্দান্ত কাজ করে তিনি দর্শকদের মন জয় করেন। এরপর এক বছর ধরে তিনি বেশ গোপনীয়তা বজায় রেখে কাজ করেছেন, শিহাব শাহিনের একটি শক্তিশালী সিনেমাতেও অংশ নিয়েছেন।
গত ঈদুল আজহায় তাকে দেখা গেছে ‘তান্ডব’ সিনেমার বিশেষ চরিত্রে, যেখানে ‘সুড়ঙ্গ ২’র আভাসও দেন। এরপর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে সিক্যুয়েলটির আগমনের বিষয়ে।
শনিবার (৯ আগস্ট) এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিশো সেই একই প্রশ্নের মুখোমুখি হন। সেখানে তিনি জানান, হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। যদিও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন, তবে সিনেমার অ্যাকশন দৃশ্য এবং দীর্ঘ সময় শুটিং করার জন্য শারীরিকভাবেই পুরোপুরি ফিট নন।
‘সুড়ঙ্গ-২’ সম্পর্কে নিশো বলেন, এর মুক্তির সময় ও অন্যান্য বিষয় জানতে হলে নির্মাতা রায়হানের সঙ্গে কথা বলতে হবে। তবে আমাকেও শারীরিকভাবে ফিট হতে হবে। পুরোপুরি সক্রিয় জীবন কাটানোর জন্য একটা সার্জারি করাতে হবে।
মজার ছলে তিনি যোগ করেন, “আজই প্রথমবার বলছি, আগে এটা কারো কাছে বলিনি। এখন যদি সবাই শুনে ‘পা ভাঙা’, তাহলে তো আর কাজ পাব না!”
অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরু থেকে অর্জিত অভিজ্ঞতাও ভাগ করে নেন নিশো। তিনি জানান, তার অভিনয় জীবন শুরু হয় টিভি নাটক থেকে, মঞ্চ বা থিয়েটার থেকে নয়।
উল্লেখ্য, আফরান নিশোকে আগামীতে দেখা যাবে নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ। চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।