Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeপড়ালেখাইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে ৩ বামপন্থি ছাত্র সংগঠনের সভা থেকে ওয়াকআউট

ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে ৩ বামপন্থি ছাত্র সংগঠনের সভা থেকে ওয়াকআউট


ছাত্ররাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের অংশগ্রহণের প্রতিবাদে তিনটি বামপন্থি ছাত্র সংগঠন সভা থেকে ওয়াকআউট করেছে। এই সংগঠনগুলো হলো—জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের একাংশ। রোববার (১০ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে মতবিনিময় সভা শুরু হয়। সভার কয়েক মিনিটের মধ্যেই বামপন্থি সংগঠনগুলোর একাংশ ওয়াকআউট করেন।

ওয়াকআউট করা সংগঠনগুলোর নেতাদের মধ্যে ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন, পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি (একাংশ) মাহিন শাহরিয়ার রেজা বলেন, “গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম পরিচালনার অধিকার রাখে না। বারবার তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, সেটি আমরা বিরোধিতা করছি। প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাই।”

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “সমঅধিকারের ভিত্তিতে ডাকসুকে কেন্দ্রে রেখে ছাত্র সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে। অন্যথায় ডাকসু অসম্পূর্ণ থাকবে এবং কার্যক্রম সফল হওয়া সম্ভব নয়। এ জন্য সবার সহযোগিতা অপরিহার্য।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments