Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাঋতুপর্ণার বাড়ি নির্মাণে বিসিবির উদ্যোগ, নতুন জায়গায় বাড়ির অনুরোধ

ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বিসিবির উদ্যোগ, নতুন জায়গায় বাড়ির অনুরোধ


গতকাল দিনটি ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য ছিল বিশেষ আনন্দের। বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি জেতার পরপরই তিনি পেলেন আরেকটি সুখবর—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার জন্য বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে।
রাতে বাফুফের ক্যাম্পে আকস্মিকভাবে এই খবর পান ঋতুপর্ণা। বিস্মিত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “খবরটি শুনে খুবই অবাক হয়েছি। বিসিবিকে ধন্যবাদ, তারা আমাকে এত বড় সহায়তা দিচ্ছে। সভাপতি সহ সবার প্রতি কৃতজ্ঞতা।”
রাঙামাটির মঘাছড়ি গ্রামের বাসিন্দা ঋতুপর্ণা বর্তমানে একটি দুর্গম এলাকায় থাকেন, যেখানে যাতায়াতে কষ্ট হয়। পূর্ববর্তী সরকার ঘাগড়া ইউনিয়নে তাকে ১২ শতাংশ জমি প্রদান করেছিল। তবে সেই জায়গায় এখনো রেজিস্ট্রেশন হয়নি। জমির বাউন্ডারি সম্পন্ন হলেও আনুষ্ঠানিক মালিকানা তার নামে আসেনি।
ঋতুপর্ণার ইচ্ছা, বর্তমান বাড়ির পরিবর্তে সেই নতুন জায়গাতেই বিসিবি বাড়ি তৈরি করুক, যাতে তার পরিবারের যাতায়াতে সুবিধা হয়। এ বিষয়ে তিনি বলেন, “আমরা যেখানে থাকি সেটা অনেক ভেতরে। নতুন জায়গায় বাড়ি হলে পরিবারের জন্য অনেক ভালো হবে।”
তিন বছরের বেশি সময় ধরে জমির কাগজপত্রের জটিলতা চলছে। ঋতুপর্ণা সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমার জায়গার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে বিসিবি সেখানে বাড়ি করে দিলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব।”
সংক্ষিপ্ত তিন দিনের সফরে দেশে এসেছেন তিনি, এবং আগামীকাল সকালে আবার ভুটান ফিরে যাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments