সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে আসা চোরাই পণ্য ও চোরাকারবারি আটক অভিযানে অংশ নিয়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহী মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
তিনি জানান, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। মাসুম বিল্লাহ ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সোনারহাট ক্যাম্পে কর্মরত ছিলেন।
গতকাল বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং এলাকার ইছামতি নদীতে ভারত থেকে আসা পণ্যবাহী একটি নৌকা থামানোর সময় দুটি নৌকার মধ্যে ধাক্কা লাগে। এতে নৌকা ডুবে গেলে ঘটনাস্থলে থাকা আরেক বিজিবি সদস্য ও নৌকার মাঝি তীরে উঠে আসতে পারলেও মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান। স্থানীয়দের চেষ্টায় তাকে খুঁজে না পাওয়ায় আজ বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় গোয়াইনঘাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।