Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষচাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আদেশ

চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আদেশ


রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।

সেদিন পুলিশ মোজাম্মেল বাবুকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা, বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন, চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, সেনা সমর্থিত সরকারের সময় বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং নগদ সাড়ে চার লাখ টাকা নিয়ে যাওয়া হয়। আদালতে তিনি বাবুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।

শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এ বছরের ১১ জানুয়ারি বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ আনা হয়, ২০০৭ সালের ১৭ মার্চ সেনা সমর্থিত সরকারের সময়ে বাবু ও তার সহযোগীরা বৈশাখী টিভির অফিসে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার করার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করিয়ে নিয়ে নগদ সাড়ে চার লাখ টাকা সরিয়ে নেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments