পুরনো মডেলের চেতাক ও চিতা হেলিকপ্টারের পরিবর্তে ২০০টি আধুনিক প্রযুক্তিসম্পন্ন হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্য ইকোনমিক টাইমস জানায়, এর মধ্যে ১২০টি হেলিকপ্টার যাবে সেনাবাহিনীতে এবং ৮০টি নৌবাহিনীর জন্য বরাদ্দ হবে।
প্রস্তাবিত এই ক্রয়ের কারিগরি সম্ভাব্যতা যাচাই করবে আরএফআই, যা ক্রয় পদ্ধতি নির্ধারণ, সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ এবং দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাইয়ের দায়িত্বে থাকবে। নতুন হেলিকপ্টারগুলো দিন-রাত উভয় সময়েই চালানো যাবে এবং এগুলো নজরদারি, বিশেষ অভিযান পরিচালনা, সেনা পরিবহন ও উদ্ধার অভিযানে ব্যবহৃত হবে।
এর আগে গত মার্চে ভারতীয় বিমানবাহিনী আরও ইউটিলিটি হেলিকপ্টার সংগ্রহের পরিকল্পনা করে। সংসদে উপস্থাপিত প্রতিরক্ষা স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে প্রধান ক্রয়ের তালিকায় রয়েছে নিম্নস্তরের রাডার, লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ), লাইট ইউটিলিটি হেলিকপ্টার (এলইউএইচ), মাল্টি-রোল হেলিকপ্টার এবং মিড-এয়ার রিফুয়েলিং বিমান।
মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি ইতোমধ্যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) থেকে ৪৫ হাজার কোটি রুপিরও বেশি মূল্যে ১৫৬টি লাইট কমব্যাট হেলিকপ্টার কেনার অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা সূত্র জানায়, এসব হেলিকপ্টার মূলত চীন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় নজরদারি চালাতে ব্যবহার করা হবে এবং দেশের ভেতরে কর্মসংস্থান ও বিমান প্রযুক্তি খাতে উন্নয়নেও ভূমিকা রাখবে।