Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজাবিতে রোকেয়া হল ছাত্রদলের সভাপতি হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

জাবিতে রোকেয়া হল ছাত্রদলের সভাপতি হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নবঘোষিত কমিটিতে রোকেয়া হলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মৌসুমী আফরোজ, যিনি একসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

৮ আগস্ট (শুক্রবার) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।

সূত্র জানায়, মৌসুমী আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তৎকালীন শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে রোকেয়া হলে পদ পাওয়ার প্রত্যাশী ছিলেন। সে সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল, এমনকি সোহেল ও হাবিবুর রহমান লিটনের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পরে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে এসে তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। এরই ধারাবাহিকতায় তাকে রোকেয়া হল ছাত্রদলের সভাপতি করা হয়।

এ বিষয়ে আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “তিনি কখনো ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন না। কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, তবে সেটা রাজনৈতিক নয়। তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments