Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটিতে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর নিয়োগে বিতর্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটিতে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর নিয়োগে বিতর্ক


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছিনতাই করার অপরাধে বহিষ্কৃত এক সাবেক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের ২১ নম্বর হল কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে, যা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৮ আগস্ট ১৭টি হল কমিটির অনুমোদন প্রদান করা হয়। এই তালিকায় পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান নাজিজকে ২১ নম্বর হলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

২০২৪ সালের ২০ মার্চ, জাবিতে ঘুরতে আসা চারজন বহিরাগত শিক্ষার্থীর কাছ থেকে ইমরান নাজিজ ২০ হাজার টাকা দাবি করে এবং ১০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাকে ৯ মাসের জন্য বহিষ্কার করেছিল।

এই পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক জানান, তারা বিষয়টি আগে জানতেন না। তবে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবরও একই বক্তব্য ব্যক্ত করেন এবং জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছি এবং তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments