Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিপিআর পদ্ধতিতে ভোটের দাবি নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াত

পিআর পদ্ধতিতে ভোটের দাবি নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াত

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোট গ্রহণে আমরা একমত হয়েছি, তবে আমাদের দাবি এটি প্রয়োগ করা হোক নিম্নকক্ষেও। এই ইস্যুতে আমরা আন্দোলন চালাবো। কারণ ৫৪ বছর ধরে চলা নির্বাচনের পদ্ধতিতে কখনোই ন্যায়নিষ্ঠ নির্বাচন নিশ্চিত হয়নি।

পিআর পদ্ধতি হলো এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে প্রতিটি দলের দেশে মোট পাওয়া ভোটের অনুপাতে আসন বণ্টন করা হয়।

আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তাহের বলেন, জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে। নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে, যা আমরা আগেই বলেছি।

তিনি অতীত তিন নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেগুলোতে নির্বাচন নিয়ে জনগণের বিশ্বাস তৈরি হয়নি। তাই সরকারের কাছে আমরা অনেক ধরনের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি।

এছাড়া আগামী নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সরকারের প্রতিশ্রুতিমতো নির্বাচন ব্যবস্থায় সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবি জানান তাহের।

তাহের আরও বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, নির্বাচনের ন্যায্যতার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টিতে যথাসাধ্য মনোযোগ দেবেন। আমরা তার প্রতি বিশ্বাস রাখতে চাই।

তাহের বলেন, বাংলাদেশের মানুষ আর অবিচার নির্বাচনের সাক্ষী হতে চায় না। এমন কোনো নির্বাচন হলে তারা রাস্তায় নামার মতো প্রস্তুত। কেউই অবৈধ নির্বাচন মেনে নেবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments