কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপার গ্রামে সৎ বাবার হাতে পুকুরে ফেলে হত্যার চেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছে তাসিন ইসলাম (৬) নামের এক শিশু। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তাসিন লালমনিরহাট সদর উপজেলার শখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত সৎ বাবা মুরাদ হোসেন (৪৫)কে লালমনিরহাটের কুলাঘাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদিন বাইসাইকেলে ঘোরানোর পর রাতে তাসিনকে পুকুরে ফেলে দেন মুরাদ। এ সময় পথচারী আজিপুর রহমান শিশুটির চিৎকার শুনে দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা জানান, যদি তিনি মুহূর্তের মধ্যে ব্যবস্থা না নিতেন, শিশুটি বাঁচতো না।
তাসিনের বড় ভাই বিপ্লব মিয়া জানান, বাবা মারা যাওয়ার পর মা ববিতা বেগম নানার বাড়িতে থাকতেন। প্রায় সাত মাস আগে ববিতা বেগমের সঙ্গে মুরাদের বিয়ে হয়। তখন থেকেই তাসিন সৎ বাবার ঘরে থাকে। “পরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগে আমরা মামলা করেছি,” বলেন বিপ্লব।
ফুলবাড়ী থানার ওসি এসআই আব্দুর রহিম জানান, শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুরাদ তার স্ত্রী ববিতা বেগমের সন্তানকে মেনে নিতে না পেরে এই হত্যাচেষ্টা চালান। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।