সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে রনি হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রনি আমুড়া উত্তরপাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। তিনি পৌরসভার কদমতলী এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্বজনদের অভিযোগ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর পরকীয়া নিয়ে রনি ফেসবুকে একাধিক পোস্ট দেন। এর জেরেই শনিবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা রনিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।