বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার প্রতি তাদের পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, সম্প্রতি একটি পত্রিকায় একজন সাবেক সচিবের নাম উল্লেখ না করে কোড করা একটি প্রতিবেদনে ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেছে, যা বিএনপির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়।
ফখরুল বলেন, “আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার প্রতি গভীর সম্মান ও আস্থা রাখি এবং তাদের সততার ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।” তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, সাবেক সচিব এবিএম আবদুস সাত্তারের উদ্ধৃত ওই বক্তব্যের কোনোভাবেই বিএনপির সঙ্গে সম্পর্ক নেই এবং এ অভিযোগের দায় একান্তই তার নিজস্ব।
এদিকে, শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের আয়োজিত সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আবদুস সাত্তার, যিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা, ওই অভিযোগ তুলেছিলেন। তবে তিনি উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি।