ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানের জয় পাওয়ার দাবিকে উপহাস করেছেন। তিনি বলেন, পাকিস্তান জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে, যদিও বাস্তবে এ জয় কেবল তাদের মনের মধ্যে সীমাবদ্ধ।
আইআইটি মাদ্রাজে এক সভায় তিনি বলেন, পাকিস্তান নিজ দেশে, ভারতে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের জয় দাবি করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, “যদি আপনি কোনো পাকিস্তানিকে জিজ্ঞেস করেন, তারা পরাজিত হয়েছে নাকি জিতেছে, তারা বলবে যে তাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন, তাই তারা নিশ্চয়ই জয়ী।”
ভারতীয় সেনাপ্রধান উল্লেখ করেন, ভারতীয় বাহিনী তাদের নিজস্ব কৌশলে পাকিস্তানের কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই চালিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, “যুদ্ধ সংক্রান্ত কৌশলগত বার্তা প্রেরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই প্রথমেই বার্তা দেওয়া হয়েছিল যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
দুই নারী অফিসারের নেতৃত্বে সেনা ও বিমানবাহিনী যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলন, লেফটেন্যান্ট কর্নেল ও একজন জুনিয়র কমিশন্ড অফিসারের তৈরি লোগো—এসবই ছিল পরিকল্পিত কৌশলগত প্রচারের অংশ।
গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এর জবাবে ‘অপারেশন সুঁদর’ নামে সামরিক অভিযান পরিচালনা করে ভারত। তবে পাকিস্তান ওই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করে।