Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeজাতীয়রাষ্ট্রপতির আদেশে ৯ পুলিশ পরিদর্শককে অবসরদান

রাষ্ট্রপতির আদেশে ৯ পুলিশ পরিদর্শককে অবসরদান

রাষ্ট্রপতির আদেশের প্রেক্ষিতে আরও ৯ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। তারা মূলত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে উপসচিব নাসিমুল গনি স্বাক্ষর করেছেন।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
নৌ-পুলিশের যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন, সিআইডি মৌলভীবাজারের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, মুন্সীগঞ্জ ট্যুরিস্ট পুলিশ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদীর পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন-৪ পুলিশের পরিদর্শক শিকদার মো. শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সেলিমুজ্জামান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার অধীনে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তারা বিধিমতো অবসরজনিত সকল সুবিধা পাবেন।
অবসরদান সংক্রান্ত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে সরকারের পক্ষ থেকে আরও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments