শেখ মুজিবের ছবি ছাড়া নতুন ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর এবার নতুন ১০০ টাকার নোট বাজারে আনা হচ্ছে। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকার নতুন নোট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজের আওতায় বিভিন্ন মূল্যের নতুন নোট মুদ্রণ কার্যক্রম শুরু করেছে। এর ধারাবাহিকতায়, ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর নতুন ১০০ টাকার নোটও বাজারে আসছে, যার উপর বাংলাদেশের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে।
আগামী ১২ আগস্ট প্রথম পর্যায়ে নতুন ১০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং এরপর দেশের অন্যান্য অফিস থেকেও বিতরণ শুরু হবে বলে জানানো হয়েছে।