গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসন। তবে হাসিনার ক্ষমতা ও ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে শুধু রাজনৈতিক নেতারা নয়, উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন একদল প্রভাবশালী আমলা।
প্রশাসনকে বিতর্কিত করে তোলা এবং সচিবালয়কে কার্যত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপ দেওয়ার ক্ষেত্রে প্রায় ২৬ জন সচিব মূল ভূমিকা পালন করেন। বর্তমানে তাদের কেউ কারাগারে, কেউ বিদেশে পলাতক বা চাকরিচ্যুত অবস্থায় আছেন।
এই তালিকায় রয়েছেন— (১) আবুল কালাম আজাদ, মুখ্যসচিব (এমপি) — কারাগারে। (২) নজিবুর রহমান, মুখ্যসচিব — কারাগারে। (৩) কামাল আব্দুল নাসের চৌধুরী, মুখ্যসচিব — কারাগারে। (৪) কায়কাউস রানা, মুখ্যসচিব — যুক্তরাষ্ট্রে। (৫) তোফাজ্জল হোসেন মিয়া, মুখ্যসচিব — পলাতক। (৬) সাজ্জাদুল হাসান, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় — পলাতক। (৭) মো. সোহরাব হোসাইন, সচিব, পিএসসি চেয়ারম্যান — পলাতক। (৮) হেলাল উদ্দিন আহমেদ, সচিব — কারাগারে। (৯) খন্দকার আনোয়ারুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব — পলাতক। (১০) ইকবাল মাহমুদ, সচিব/দুদক চেয়ারম্যান — অস্ট্রেলিয়ায় পলাতক। (১১) কাজী আমিনুর রহমান, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় — অস্ট্রেলিয়ায় পলাতক। (১২) কবির বিন আনোয়ার অপু, মন্ত্রিপরিষদ সচিব — পলাতক। (১৩) জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশন সচিব ও স্বরাষ্ট্র সচিব — পলাতক। (১৪) জাহাঙ্গীর আলম, স্বাস্থ্যসেবা সচিব — কারাগারে। (১৫) মেজবাহউদ্দিন, সচিব, সেক্রেটারি অফিসার্স ক্লাব — কারাগারে। (১৬) মোহাম্মদ সাদিক, এমপি/সচিব/পিএসসি চেয়ারম্যান — পলাতক। (১৭) সালাহউদ্দিন, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় (চাকরিচ্যুত) — পলাতক। (১৮) খাইরুল ইসলাম মান্না, সচিব/সদস্য (চুক্তি), বিআইডিএ — পলাতক। (১৯) জুয়েনা আজিজ, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় — পলাতক। (২০) এমএএন সিদ্দিক, সচিব ও পিডি, মেট্রোরেল। (২১) খলিলুর রহমান, সচিব, ডাক ও টেলিযোগাযোগ, সদস্য, পিএসসি। (২২) খন্দকার শওকত হোসেন, সচিব, গণপূর্ত মন্ত্রণালয়। (২৩) মোস্তফা কামাল, সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় (ওএসডি, সভাপতি বিএএসএ) — পলাতক। (২৪) এম আলম, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয় ও মহাসচিব বিএএসএ — পলাতক। (২৫) হারুন অর রশিদ বিশ্বাস, অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় — পলাতক (দুদকের মামলা)। (২৬) আবু হেনা মোরশেদ জামান, সচিব, স্থানীয় সরকার বিভাগ — বাধ্যতামূলক অবসরে।
তাদের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে সক্ষম হয়েছিলেন।