ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। রবিবার গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুকে লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতরা হলেন—প্রতিবেদক আনাস আল-শরীফ, মোহাম্মদ কুরাইকেহ এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া।
আল জাজিরা এক বিবৃতিতে এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত আক্রমণ ও টার্গেটেড হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। গণমাধ্যমটির দাবি, তারা ফ্রন্টলাইনে ছিলেন না, বরং সংবাদ কাভারেজের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্বীকার করেছে যে তারা আনাস আল-শরীফকে লক্ষ্যবস্তু করেছিল, অভিযোগ করে যে তিনি হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন। তবে বাকি চার সাংবাদিকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। আইডিএফ দাবি করেছে, হামলার আগে নির্ভুল অস্ত্র, আকাশ নজরদারি ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য।
আল জাজিরা জানিয়েছে, আল-শরীফ একজন অনুমোদিত সাংবাদিক ছিলেন এবং গাজার বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরার একমাত্র কণ্ঠস্বর ছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজায় চলমান তীব্র গোলাবর্ষণের খবর দিচ্ছিলেন।
সাংবাদিকদের অধিকার রক্ষাকারী সংস্থা সিপিজে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরা অভিযোগ করেছে, ইসরায়েল ধারাবাহিকভাবে তাদের সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার জন্য উসকানিমূলক প্রচারণা চালিয়েছে।