রাজধানীর মৌচাক এলাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই জনের মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত দুজনের বাড়ি একই এলাকা, তারা হলেন জাকির ও মিজান। জাকির পেশায় গাড়িচালক, আর মিজানের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায় অবস্থিত।
সোমবার (১১ আগস্ট) বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার সকাল ১১টায় ওই হাসপাতালে পার্কিংয়ে থাকা প্রাইভেট কারের মধ্যে থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত রোববার ভোরে সাদা রঙের ওই গাড়িটি পার্কিংয়ে আসে এবং পরবর্তীতে সেখানে থেকেই অবস্থান করছিল। সকালে নিরাপত্তারক্ষী গাড়ির মধ্যে দুজনকে দেখতে পান, প্রথমে ভাবেন তারা ঘুমিয়ে আছেন। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বিষয়টি পুলিশের কাছে জানান।
ডিএমপি রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, গাড়ির মালিককে খুঁজে পাওয়া গেছে। তিনি গত রোববার ভোরে হাসপাতালে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে ওই গাড়িতে এসেছিলেন। মালিক একা চলে গেলেও গাড়ির চালক ও তার সঙ্গী গাড়িতে অবস্থান করছিলেন।
মৃত্যু রহস্যজনক কিনা জানতে চাইলে পুলিশ কর্মকর্তা জানান, সিআইডি ও অন্যান্য বিশেষজ্ঞরা এসে তদন্ত শুরু করবেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে। মালিকের সঙ্গে কথা বলার পর বিস্তারিত জানা যাবে। তদন্ত শেষে স্পষ্ট হবে এটি হত্যা কিনা অন্য কোনো ঘটনা।