Monday, August 11, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিশিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানালো ছাত্রদল

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানালো ছাত্রদল


জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধ করার দাবি জানিয়েছেন।
সোমবার দুপুরে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন রাকিবুল ইসলাম।
তিনি বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন করে ছাত্রলীগ কর্মী রয়েছে।”
রাকিব আরও বলেন, “একাত্তরের মানবতাবিরোধী রাজনীতির পক্ষগ্রহণকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত এবং মানসিক ক্ষতির মধ্যে রয়েছে। তাই অনেক শিক্ষার্থীর মধ্যে ছাত্র রাজনীতির প্রতি অনীহা বিরাজ করছে।”
তিনি যোগ করেন, “বাংলাদেশ ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসের পুনরাবৃত্তি রোধ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।”
রাকিব অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা সক্রিয় রয়েছে।
এদিন ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজে দীর্ঘ ২১ বছর পর ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক সেলিম আহমদ সাগর, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাইমিনুল হক তপু। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments