Monday, August 11, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যসরকার যুব দিবসে প্রায় ৫ হাজার যুবক-তরুণীকে দেবে ৪৭ কোটি টাকা ঋণ

সরকার যুব দিবসে প্রায় ৫ হাজার যুবক-তরুণীকে দেবে ৪৭ কোটি টাকা ঋণ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেশের ৪ হাজার ৯৮৫ জন যুবক ও তরুণীকে প্রায় ৪৭ কোটি ২৬ লাখ টাকা ঋণ দেয়া হবে। মঙ্গলবার (১২ আগস্ট) এই ঋণ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে সোমবার যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তিনি জানান, এর মধ্যে ২ হাজার ৫৩৪ জন যুবক ও ২ হাজার ৪৫১ জন তরুণীকে আত্মকর্মসংস্থান বৃদ্ধির জন্য ঋণ দেয়া হবে। চলতি বছরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, গত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবক ও তরুণীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জনকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মী, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় খাল ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণের মতো কার্যক্রমও অব্যাহত রয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর দেশের তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মহাপরিচালক জানান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments