Monday, August 11, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকতিরুবনন্তপুরম-দিল্লি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বড় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন সাংসদরা

তিরুবনন্তপুরম-দিল্লি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বড় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন সাংসদরা

ভারতের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় ধরনের বিপত্তি ঘটেছে। ওই বিমানে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালসহ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। রোববার (১০ আগস্ট) রাতের এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত ৮টার পর AI2455 ফ্লাইটটি তিরুবনন্তপুরম বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রায় এক ঘণ্টা উড্ডয়নের পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং চেন্নাই বিমানবন্দরকে বিকল্প গন্তব্য হিসেবে নির্ধারণ করেন। তবে চেন্নাইয়ে পৌঁছে দেখা যায়, রানওয়েতে ইতিমধ্যেই আরেকটি বিমান দাঁড়িয়ে আছে। শেষ মুহূর্তে পাইলট ল্যান্ডিং বাতিল করে বিমানটিকে আবার আকাশে তুলে নেন। প্রায় দুই ঘণ্টা আকাশে চক্কর দেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে রানওয়ে খালি হলে নিরাপদে অবতরণ সম্ভব হয়।

ঘটনার পর কেসি বেণুগোপাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভাগ্যের জোর ও পাইলটের দক্ষতার কারণেই তারা প্রাণে বেঁচে গেছেন। তিনি অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও ডিজিসিএর কাছে যাত্রীসুরক্ষা জোরদারের আহ্বান জানান।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, খারাপ আবহাওয়াই সমস্যার মূল কারণ ছিল এবং তাদের পাইলটরা পরিস্থিতি সামলাতে সক্ষম। তবে রানওয়েতে বিমান দাঁড়িয়ে থাকা সত্ত্বেও জরুরি অবতরণের অনুমতি কেন দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে, গত জুনে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হয়ে ২৪১ যাত্রী ও ১২ ক্রুসহ মোট ২৫৩ জন নিহত হন—যা ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments