জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে হাইকোর্টে তীব্র হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
সোমবার বিকেল ৩টার দিকে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। শুনানি চলাকালে আওয়ামীপন্থি আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা ও শারীরিক ধাক্কাধাক্কি হয়।
এদিন খায়রুল হকের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান, কামরুল হক সিদ্দিকী, জেড আই খান পান্না, মোহসীন রশিদ, মোতাহার হোসেন সাজু ও সৈয়দ মামুন মাহবুবসহ আরও কয়েকজন। শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ জানান, অ্যাটর্নি জেনারেল এক সপ্তাহ সময় চেয়েছেন। এ সময় খায়রুল হকের পক্ষে মোহসীন রশিদ আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা খায়রুল হকের পক্ষের আইনজীবীদের উদ্দেশে কটূক্তি করেন এবং তাকে “গণতন্ত্র ধ্বংসকারী” বলে অভিযুক্ত করেন। আদালত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত শুনানি মুলতবি করে আগামী রোববার দিন ধার্য করেন।
খায়রুল হকের জামিন শুনানিতে হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হট্টগোল
RELATED ARTICLES