Monday, August 11, 2025
spot_imgspot_img
Homeজাতীয়জনশক্তি রপ্তানি ও বিনিয়োগে গুরুত্ব দিয়ে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জনশক্তি রপ্তানি ও বিনিয়োগে গুরুত্ব দিয়ে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরের প্রধান লক্ষ্য দেশটিতে সর্বাধিক জনশক্তি রপ্তানি নিশ্চিত করা। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি ও হালাল অর্থনীতি উন্নয়ন নিয়েও আলোচনা হবে। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগ ও প্রধান উপদেষ্টার দপ্তর এসব তথ্য জানায়। এতে বলা হয়, মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় ৯ লাখ বৈধ বাংলাদেশি কর্মী দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন। উভয় দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ইতোমধ্যেই দৃঢ় হলেও, এ সফরের মাধ্যমে তা আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টা সফরে মালয়েশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। আলোচনায় আসবে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণে বিনিয়োগের বিষয়।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, সফরে রোহিঙ্গা প্রত্যাবসন বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। একইসঙ্গে তিনি বলেন, “বিদেশে আওয়ামী লীগের কার্যক্রমও সরকারের নজরদারির আওতায় রয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments