বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ তিনটি টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর করা হবে।
রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এর আগে তিনি বন্দরের ৪ নম্বর ফটকে এজেন্ট ডেস্ক এবং সিপিআর ফটকে ভেহিকল ও কনটেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ সিস্টেম উদ্বোধন করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া চলছে। লক্ষ্য হচ্ছে ৩১ ডিসেম্বরের মধ্যে এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল প্রথম অপারেটরের কাছে হস্তান্তর করা। চট্টগ্রাম বন্দরকে বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষে রাখতে হলে সেরা অপারেটরদের আনতে হবে। বর্তমানে সংস্কার কার্যক্রম চলমান, তবে দুর্নীতি ও হয়রানির অভিযোগও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বিডা চেয়ারম্যান আরও জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বন্দরগুলোর সক্ষমতা চার থেকে পাঁচ গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে এবং বড় বন্দরগুলোতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।
বিদেশি অপারেটরদের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে কাজ শুরু করা আরএসজিটি (রেড সি গেটওয়ে টার্মিনাল) কিছু জটিলতার মুখে পড়েছে এবং তাদের অভিজ্ঞতা ভালো হয়নি। এর মূল কারণ হলো, বাংলাদেশ সরকারের আগে কখনো আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে সরাসরি কাজের অভিজ্ঞতা ছিল না।
এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।