Monday, August 11, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাবিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে মুখ খুললেন চিটাগং কিংসের মালিক সামির...

বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে মুখ খুললেন চিটাগং কিংসের মালিক সামির কাদের


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চিটাগং কিংসের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৪৬ কোটি টাকা পাওনা দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে। এই বিষয়টি ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যদিও বিসিবির সঙ্গে কয়েকবার আলোচনার চেষ্টা করেও তিনি সফল হননি বলে অভিযোগ করেন সামির।

সোমবার বিসিবি থেকে যোগাযোগ আসার পর দুই পক্ষ শীঘ্রই আলোচনা শুরু করবে বলে জানা গেছে। সামির কাদের বলেন, ‘আজ বোর্ডের কিছু পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে নিশ্চিত করেছে শিগগিরই এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবে।’

বিসিবির পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পাওয়ায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘এতদিন পর নিজেদের উদ্যোগে তারা আমাকে ডেকে আলোচনায় বসাতে চাইছে, এজন্য তাদের ধন্যবাদ।’

বিসিবি কি সত্যিই ৪৬ কোটি টাকা পাবে, সে প্রশ্নের জবাবে সামির বলেন, ‘মজার ব্যাপার হলো এই ৪৬ কোটি টাকার ফিগারটা বাজারে ঘুরছে, তবে এ নিয়ে আমাদের কিংবা বিসিবির পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট উত্তর নেই।’

তিনি আরও জানান, ‘অনেকবার বলেছি, যখন আমি বিষয়টি জানিয়েছি, তখন বিসিবি কর্তৃপক্ষের কাছে এর কোনো জ্ঞান ছিল না। এখন অজান্তে আমাকে ৪৬ কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে।’

সামির বলেন, ‘নোটিশটি প্রায় মাসখানেক আগে পেয়েছি। তবে আমার পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত হয়েছে যে ৪৬ কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments